প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলিতে সবচেয়ে বড় টপিক হচ্ছে ইতিহাস। যারা আগে কিছুই পড়েননি এবং হাতে সময় কম তারা নিচের সেকুয়েন্স অনুযায়ী পড়ে ফেলুন। প্...
প্রিলিতে বাংলাদেশ বিষয়াবলিতে সবচেয়ে বড় টপিক হচ্ছে ইতিহাস।
যারা আগে কিছুই পড়েননি এবং হাতে সময় কম তারা নিচের সেকুয়েন্স অনুযায়ী পড়ে ফেলুন।
প্রথমে, ১৯৪৭ থেকে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত ঘটনাবলি ভালো করে পড়ুন।
বিশেষভাবে পড়তে হবে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট, ১৯৫৪ সালের ইলেকশান, ১৯৬২ এর শিক্ষা আন্দোলন, ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭০ এর ইলেকশান, ৭ মার্চের ভাষণ, মার্চ ১৯৭১ এর ঘটনাবলি, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার, মুক্তিযুদ্ধের সেক্টর ও সেক্টর কমান্ডারগণ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, ডিসেম্বর ১৯৭১ এর ঘটনাবলি, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী রাষ্ট্র।
৮ টা প্রশ্ন হলে এখান থেকে ৪ টা হবে।
১২ টা প্রশ্ন হলে এখান থেকে ৬ টা হবে।
এরপর, বঙ্গভঙ্গ থেকে ১৯৪৭ পড়বেন।
৮ টা প্রশ্ন হলে এখান থেকে ১ টা হবে
তারপর পড়বেন,
ইংরেজ শাসন থেকে ইংরেজ লর্ড, ভাইসরয়, গভর্নর, গভর্নর জেনারেল কার কী অবদান/অপকর্ম।
৮ টা প্রশ্ন হলে এখান থেকে ১ টা হবে।
তারপর,
প্রাচীন বাংলার জনপদ।
৮ টা প্রশ্ন হলে এখান থেকে ১ টা
তারপর, সুলতানী আমল এর শাসক কার সময়ের অবদান কী।
১ টা প্রশ্ন পাবেন যদি ৮ টা প্রশ্ন আসে।
সবশেষে, মোগল শাসক কার আমলে কী হয়েছে।
COMMENTS